সাথী দাস, পুরুলিয়া, ১৫ এপ্রিল: সুষ্ঠুভাবে রামনবমী পালনের জন্য তৎপর পুরুলিয়া জেলা পুলিশ। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুরুলিয়া জেলায় নজরদারি জোরদার করেছে পুলিশ। কড়া নিরাপত্তা বেষ্টনিতে পালিত হবে রামনবমী। রামনবমীর শোভাযাত্রা ঘিরে যাতে কোনো অশান্তি না ছড়ায় তার জন্য সিসিটিভির ঘেরা টোপ, ড্রোন ক্যামেরা সহ উঁচু টাওয়ার থেকে চালানো হবে নজরদারি।
রামনবমীতে অশান্তি এড়াতে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুরুলিয়া শহরজুড়ে চলছে রুটমার্চ। আজ পুরুলিয়া শহরের কেতিকা থেকে এই রুটমার্চ শুরু হয়ে জে কে কলেজ রোড, কসাই মহল্লা নীলকুঠি ডাঙ্গা, ভগৎ সিংহ মোড় সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
পুলিশ সুপার জানান, রামনবমীতে কারো দ্বারা কোনভাবে আইনশৃঙ্খলার অবনতি হলে তাঁকে চটজলদি চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে পুলিশ।