Sukanta, BJP, আরজিকরের ঘটনার বিরুদ্ধে আন্দোলন আরও বিস্তৃত পদ্ম শিবিরের, ৪ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা সুকান্তর

আমাদের ভারত, ২৫ আগস্ট: আরজিকর কাণ্ডের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে পথে বঙ্গ পদ্ম শিবির। কলকাতা সহ রাজ্যেজুড়ে পথ অবরোধ, ধর্না, থানা ঘেরাও, স্বাস্থ্য ভবন অভিযান ইতিমধ্যেই করেছে পদ্ম শিবির। এর পর আবারো আগামী কয়েকদিনের বিরাট কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। দলের তরফে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ধর্না মঞ্চ থেকেই আগামী কর্মসূচির ঘোষণা করেছেন।

শ্যামবাজারে টানা পাঁচ দিন ধর্না অবস্থান, স্বাস্থ্য ভবন অভিযানের পর শুক্রবার কলকাতা সহ রাজ্যজুড়ে সমস্ত থানার সামনে বিক্ষোভ ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। কিন্তু আগামী দিনে আরজিকর কান্ডের বিরোধীতায় প্রতিবাদের ঝড় রাজ্যজুড়ে তুলতে প্রস্তুত হচ্ছে পদ্ম শিবির। রাজ্যের প্রধান বিরোধী দলের কর্মসূচি কী হতে চলেছে তা স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত মজুমদার।

তালিকা অনুযায়ী আগামী ২৮ আগস্ট আবার বঙ্গ বিজেপি শিবির ধর্মতলায় ধর্নায় বসতে চলেছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, পুলিশের কাছে অনুমতি চেয়েছি, না দিলে আদালতে যাব। মহিলা কমিশনের তালা লাগানো হবে। ২৮ আগস্ট বেলায় দুটোই পালিত হবে কর্মসূচি। আর এরপর আগামী ২৯ আগস্ট রাজ্যজুড়ে জেলাশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হবে। ২ সেপ্টেম্বর ব্লকে অফিসারদের সামনে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। ৪ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজ্যজুড়ে চাকা বন্ধের ডাক দিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *