Durgapur Government College, বিচার চাই! আরজিকরের ঘটনার প্রতিবাদে ও নারী সুরক্ষার দাবিতে পথে নামল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রাক্তনীরাও

আমাদের ভারত, ২৫ আগস্ট: নাড়িয়ে দিয়েছে
আরজিকরের ঘটনা। রাত দখলের মতো গণ জাগরণ দিয়ে বিচারের দাবিতে পথে নেমেছে আম জনতা। আর সেদিন থেকে বিচারের দাবিতে লাগাতার পথেই আছে মানুষ। প্রতিদিন শহর থেকে শহরতলি রাজ্যের আনাচে কানাচে কেবল প্রতিবাদের ঝড় উঠেছে। শনিবার দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলেও উঠল বিচারের দাবি। নারী সুরক্ষার দাবি। প্রাক্তনীদের এই সংহতি মিছিল পথ চলতি মানুষের মধ্যেও সাড়া ফেলেছিল।

শনিবার শহরের ফুলঝোড় মোড় থেকে প্রাক্তনীদের মিছিল শুরু হয়। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। শহরের অন্যতম পুরনো ও নামজাদা কলেজের দীর্ঘ দিনের প্রাক্তনীরা কেবল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেই প্রতিবাদে সামিল হয়েছিলেন এদিন। রাস্তায় সোচ্চার হয়ে বিচার চেয়েছেন এদিন কলেজের প্রাক্তনীরা।

মিছিল শেষ হয় কলেজের গেটে। সেখানে একটি প্রতীকী ছবির সামনে মোমবাতি জ্বালানো হয়। প্রতিবাদী কবিতা গানে গলা মেলান প্রাক্তনীরা। বক্তব্য রাখেন বর্তমানে স্কুল শিক্ষিকা কলেজের প্রাক্তনী মৌমিতা বিট। তাঁর কথায় উঠে আসে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আসলে সমাজ পরিবর্তনের প্রয়োজন। আগামী প্রজন্মের সঠিক শিক্ষার প্রয়োজন। মেয়েদের সমতার অধিকার দিলে তবে আমরা এগিয়ে যাব। এই বার্তাই ছিল একসময়ের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের এই প্রাক্তনীর বক্তব্যে। একই সঙ্গে তিনি গর্জে উঠেছিলেন মহিলা ডাক্তারদের নাইট ডিউটি দেওয়া বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে। তাঁর দাবি, এটা আবার জোর করে মেয়েদের মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা।

মোমবাতি আগুনের উত্তাপ নেহাত কম ছিল না এই প্রতিবাদী মিছিলে। তাই আবারো পথে নামার অঙ্গিকার নিয়েই তারা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রাক্তনীদের এদিনের কর্মসূচি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *