পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৬ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদায়। চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারল পরপর দুটি মোটরবাইকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় এক যুবক। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত সুশিন্দা ১৬ নং জাতীয় সড়ক এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে খড়গপুর থেকে দাঁতন অভিমুখী একটি চার চাকা গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বেলদা থানার অন্তর্গত ১৬ নং জাতীয় সড়কের সুশিন্দা এলাকায়। বেসামাল ভাবে চলতে চলতে সজোরে ধাক্কা মারে সামনে থাকা দুটি মোটরবাইকে। ঘটনায় দুটি বাইক থেকে ছিটকে পড়ে যায় চারজন। দুমড়ে মুচড়ে যায় দুটি মোটরবাইক।
দুর্ঘটনার ভয়াবহতা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় ৪ জনকে তড়িঘড়ি উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্মরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
এই দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘাতক গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। কী কারনে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।