আমাদের ভারত, ২১ জানুয়ারি: রাজ্য সরকার সঞ্জয় রায়কে দ্বিতীয় ধনঞ্জয় করতে চাইছে। সেই কারণেই ২৪ ঘন্টার মধ্যে কলকাতা হাইকোর্টে ফাঁসির আবেদন করেছে রাজ্য সরকার, এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আর জি কর কান্ডে দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। কিন্তু তাকে ফাঁসির সাজা না দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন। এরপর মঙ্গলবারেই কলকাতা হাইকোর্টে শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের তরফে তড়িঘড়ি সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবিতে মামলা দায়ের করা হয়েছে।
এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, মামলার রায় থেকে নজর ঘোরাতে তাড়াতাড়ি উচ্চ আদালতে আবেদন করেছে রাজ্য সরকার। যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জয় রায়কে ধনঞ্জয় চট্টোপাধ্যায় করে দেওয়ার চেষ্টা। কারণ সঞ্জয় রায় মুখ খুললে সবাই বিপদে পড়বেন। তাই দ্রুত কিভাবে সঞ্জয় রায়ের মুখ বন্ধ করা যায় সেই চেষ্টা চলছে।
অপরাজিতা বিলের প্রসঙ্গ টেনে নিয়ে সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো রাজনীতিবিদ। তিনি জানেন কিভাবে মানুষকে বোকা বানাতে হয়। অপরাজিতা বিল পাস করার ক্ষেত্রেও একই কাজ হচ্ছে। কারণ এই বিষয়ে যদি রাজ্য ও কেন্দ্র আইন থাকে তাহলে সুপ্রিম কোর্ট বলেছে সে ক্ষেত্রে কেন্দ্রের আইন বলবৎ হবে।
রায়ের অংশ তুলে ধরে সুকান্ত মজুমদার রাজ্য পুলিশ আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরব হয়েছেন। তিনি বলেন, রায়ের একাধিক জায়গায় বিচারক পুলিশ ও হাসপাতালে ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীকে এর দায় নিতে হবে। তার ক্ষমা চাওয়া উচিত সবার সামনে এসে। আদালত তার রায়ের ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর মাফিয়া রাজ মন্তব্যের কটাক্ষ করেছেন তিনি। মালদা থেকে দুলাল সরকার হত্যা প্রসঙ্গে মাফিয়া রাজ সহ্য করা হবে না বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, তৃণমূল কংগ্রেসের পুরো দলটাই তো মাফিয়াদের নিয়ে তৈরি। এটা মাফিয়াদের কোম্পানি। মাফিয়ারাই এই দলের নেতা।