পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: বাল্যবিবাহ রোধ নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের এক নম্বর অঞ্চলের রসকুণ্ড হাইস্কুলের ছাত্রীদের নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়।
এই পদযাত্রায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, দোলন হাজরা সহ অন্যান্য ব্যক্তিবর্গ, প্রসঙ্গত, জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসনের তরফ থেকে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে বাল্যবিবাহ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও মাঝে মধ্যে অসচেতনতার ছবি উঠে আসে।