আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ জানুয়ারি: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে বোমাতঙ্ক ছড়ালো। পড়ে থাকা একটি বাস্ককে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছোয় কোতোয়ালি থানার পুলিশ ও বোম স্কোয়াডের সদস্যরা।
হাসপাতালের লালবাড়ি হিসেবে পরিচিত এই ভবনে মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরও অফিস রয়েছে। রোগী কল্যাণ সমিতির মিটিং চলাকালীন বাক্সটি নজরে পড়েছিল বলে দাবি। খবর পেয়ে ছুটে আসেন পুলিশের আধিকারিকরা। বাক্সটিকে পরীক্ষা করে দেখা হয় বেশ কিছুক্ষণ। বাক্সটি কোনও ওষুধের কিনা তাও পরীক্ষা করে দেখা হয় পুলিশের তরফে। এরপর জেলা পুলিশের তরফে বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে ওই বাক্স পরীক্ষা করা হয়। ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আসিস্টেন্ট সুপার সুরজিৎ সেন। তিনি বলেন, “হাসপাতালে একটি বাক্স পাওয়া গিয়েছে। সেই বাক্সে কী আছে এখনও জানা যায়নি৷ পুলিশ এসেছে বিষয়টি দেখছে।”
প্রায় দু’ঘণ্টা বাদে বোম ছিল না নিশ্চিত হওয়ার পর বাক্স খোলা হয় পুলিশের তরফে। এরপর বাক্স থেকে বের হয়ে আসে কয়েকটি ওষুধের শিশি, একটি চিরকুটে লেখা ছিল “কাঁচকলা খাও”।
কে কী উদ্দেশে বাক্স এখানে ফেলে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে বলে দাবি।