আমাদের ভারত, নন্দীগ্রাম, ৮ ডিসেম্বর: শুভেন্দু অধিকারী বিধায়ক পদ কিংবা দল না ছাড়লেও তাঁর অনুগামীরা একের পর এক পৃথক কার্যালয় খুলতে শুরু করেছেl রবিবার পুরুলিয়ায় কার্যালয় খোলার পর সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়াতে তিন কামরার একটি নতুন কার্যালয় খোলা হয়েছেl
নন্দীগ্রামে যেখানে তিন দিন আগে সরানো হয়েছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্লক সভাপতিকে, সেখানেই দাদার অনুগামীরা কার্যালয় উদ্বোধন করেন। সোমবার দুপুরে মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন সেই সময়ই তাঁরা কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় রীতিমতো পুজো পাঠ করা হয়েছেl কার্যালয়ে লাগানো হয়েছে শুভেন্দু অধিকারীর বেশ কয়েকটি ছবি। অনুগামীদের বসে আলোচনা করার জন্য প্রয়োজনীয় চেয়ার-টেবিল রাখা হয়েছে আলোচনা কক্ষেl