প্রত্যাহার নয় নতুন কৃষি আইন সংস্কারের হলেই চলবে, সুর নরম করলো হরিয়ানার কৃষক সংগঠন

আমাদের ভারত, ৮ ডিসেম্বর: এরমধ্যেই দেখতে দেখতে কৃষক আন্দোলন প্রায় দুসপ্তাহ হতে চলল। আজ নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ডাকে ভারত বনধ ও চলছে। কোথাও বনধের সাড়া পড়েছে। কিন্তু এরইমধ্যে নিজেদের সুর একটু হলেও নরম করলো হরিয়ানার কৃষক সংগঠন গুলি। তারা জানিয়েছেন আইন বাতিল নয়, আইনে কিছু সংস্কার করলেই চলবে।

শনিবারও সরকারের সঙ্গে বৈঠকে কৃষক সংগঠনের প্রতিনিধিরা জানিয়ে এসেছিলেন, সরকারের নতুন তিনটি কৃষি বিল প্রত্যাহার করার দাবী থেকে তারা এক চুলও সরছেন না। কিন্তু হরিয়ানার তিনটি কৃষক সংগঠন সোমবার জানায়, আইন গুলি বাতিল করার দরকার নেই, তাতে কিছু সংস্কার করলেই চলবে। এই সংগঠনের মোট ১ লক্ষ ২০ হাজার সদস্য আছেন বলে দাবি করা হয়েছে। সোমবার তারা কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করেছেন। তিন সংগঠনের নেতাদের সই করা চিঠিতে বলা হয়েছে,” আমরা চাই কৃষকরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পান এবং মান্ডি যেন না ভাঙ্গা হয়। এই দুই বিষয়ে নিশ্চিত করলে নয়াকৃষি আইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।”

কিন্তু শনিবার সরকারের সঙ্গে বৈঠকে কৃষকরা বলেছিলেন কৃষি আইনের সংস্কার করে লাভ নেই। তারা এই সংক্রান্ত কোন কথা শুনবেন না। সরকারের প্রতিনিধিরা আলোচনার নামে বৃথা সময় নষ্ট করছেন। জানা যায় আলোচনার মাঝে কৃষক প্রতিনিধিরা মৌনব্রত পালন করেন। এমনকি কেউ কেউ প্ল্যাকার্ড তুলে ধরেন তাতে লেখা ছিল, ইয়েস অর নো। অর্থাৎ সরকার বিতর্কিত আইন গুলি বাতিল করবে কি করবে না তা জানাক।

কিন্তু শনিবার এই অনমনীয় মনোভাব দেখানোর পরে জানা গেল সোমবার হরিয়ানার তিনটি কৃষক ইউনিয়ন কিছুটা হলেও সুর নরম করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *