RG Kar জলসা নয়, বিচার চাই, আরজি করের ঘটনার প্রতিবাদ করায় জলপাইগুড়িতে গ্রেফতার ৮

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ আগস্ট: জলসা নয়, চাই আমরা বিচার। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এই প্রতিবাদ জানাতে গিয়ে জলপাইগুড়ি শহরে আটক হল কয়েকজন আন্দোলনকারী। শনিবার বিকেলে শহরের আর্ট গ্যালারিতে রাজ্য সরকারের উদ্যোগে ও জেলা প্রশাসনের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ দিন এই অনুষ্ঠানের শুরু হয়, চলবে রবিবার পর্যন্ত। এ দিন অনুষ্ঠান শুরুর আগে আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বামফ্রন্টের কয়েকজন নেতা কর্মী অরাজনৈতিক ভাবে আর্ট গ্যালারির সামনে প্রতিবাদ শুরু করেন। সকলের হাতে আরজিকর হাসপাতালের ঘটনায় বিচার চাই ব্যানার ছিল। আন্দোলনকারীরা জমায়েত হওয়া মাত্রই পুলিশ বাহিনী তাঁদের সরিয়ে দেওয়া চেষ্টা করে। কাজ না হওয়ার সকলকে আটক করে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ভ্যানে উঠে আন্দোলনকারীরা পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট আটজনকে থানায় নিয়ে আসা হয়। আন্দোলনকারীরা হলেন ডক্টর সায়ন পাল, সুবীর সরকার, শুভাশিস চৌধুরী, সুপর্ণা দাশগুপ্ত, রাজদীপ মুখার্জি, শান্তা সরকার, শিক্ষক সৌভিক কুন্ডা জয়দীপ মুখার্জি। শিক্ষক সৌভিক কুন্ডা বলেন, “আমরা নিরবে রাস্তায় পাশে দাঁড়িয়ে প্লাকার্ড নিয়ে প্রতিবাদ করছিলাম আরজিকর ঘটনায়। পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে আমাদের গাড়িতে তুলে নিয়ে যায়। আমাদের একটাই দাবি ছিল, রাজ্যের এই পরিস্থিতিতে এখন জলসা করার সময় নয়। আমার ঘরের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমাদের দাবি জলসা নয়, বিচার চাই।”

কোতোয়ালি থানায় নিয়ে যাওয়ার পর গ্রেফতার করা হয় সকলকে। রাতে পিআর বন্ডে ছাড়া হয়েছে সকলকে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *