আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ আগস্ট: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়ে অবস্থানে বসলো তৃণমূল। রবিবার মঞ্চ করে জলপাইগুড়ি শহরে সমাজ পাড়া মোড়ে টাউন ব্লক তৃণমূলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ চলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
রাজ্যের সব জায়গায় তৃণমূল রাস্তায় নেমেছে আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে। কোথাও মিছিল আবার কোথাও অবস্থান বিক্ষোভ চলছে। তৃণমূলের দাবি, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করার অভিযোগ পাওয়া মাত্রই কলকাতা পুলিশ একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। বামফ্রন্ট ও বিজেপি এই ইস্যুকে সামনে রেখে রাজনীতি করছে। আরজিকর হাসপাতালে ডিওয়াইএফআই দলীয় ঝান্ডা নিয়ে ও বিজেপি জাতীয় পতাকা নিয়ে ভাঙ্গচুর করে ভয়ের পরিবেশ করার চেষ্টা করছে। এ দিনের মঞ্চ থেকে বিরোধী দলগুলিকে আক্রমণ করলো তৃণমূল।
এ দিনের অবস্থানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মণ, পুরপ্রধান পাপিয়া পাল, এছাড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূলের পুর প্রতিনিধি ও নেতা কর্মীরা। তৃণমূলের টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ঘটনায় তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। আমাদের একটাই দাবি দোষীকে ফাঁসি দিতে হবে। এই দাবিতে আজকের অবস্থান বিক্ষোভ আন্দোলন।”