TMC nomination, BJP, Bankura, বাঁকুড়ার দুটি লোকসভা আসনে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন পেশ, হুঙ্কার সত্বেও লোকসমাগম না হওয়ায় কটাক্ষ বিজেপির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ মে: বাঁকুড়া জেলার দুটি লোকসভা আসন যথাক্রমে বাঁকুড়া ও বিষ্ণুপুর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মন্ডল মনোনয়ন জমা দিলেন। আজ বেলা বারোটা নাগাদ বিশাল শোভাযাত্রা করে দুই প্রার্থী এক সাথে জেলা শাসকের দপ্তরে আসেন। জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক এর হাতে মনোনয়ন পত্র তুলে দেন।

আজ তৃণমূল প্রার্থীদের মনোনয়ন ঘিরে কৌতুহল ছিল তুঙ্গে। গত মঙ্গলবার বিজেপি প্রার্থী সুবিশাল ও বৈচিত্রময় মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার পর তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন যে তার মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় যে মিছিল হবে তা দেখে চমকে যাবে সবাই।এই কথার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মনে কৌতুহল বেড়ে যায়। সকাল থেকেই মানুষ মুখিয়ে ছিল কোন মিছিলে লোক বেশি তা পরখ করার জন্য। কিন্তু আজ কার্যত সকলেই হতাশ হলেন।বিজেপির তুলনায় আজ তৃণমূলের মিছিলে ভিড় সামান্য বেশি হলেও মিছিল বর্ণাঢ্য রূপ পায়নি, যেটা বিজেপির মিছিলে ছিল এরকম মন্তব্য সাধারণ মানুষের।

এদিকে আজ তৃণমূলের মিছিলে আশাতীত লোক না হওয়ার কড়া সমালোচনা করে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার বলেন, তৃণমূল প্রার্থী যে বড় বড় কথা বলছিলেন এত লোক হবে যে বিজেপি অবাক হয়ে যাবে।কিন্তু কি হলো হরিবোল হয়ে গেল। ফেঁসে গেল কালীরামের ঢোল।

আজ মনোনয়ন দাখিলের সময় জেলা শাসকের দপ্তরে তৃণমূল প্রার্থীদের সাথে চল্লিশ জন লোক ঢুকেছিল বলে অভিযোগ করে সুভাষবাবু বলেন, শাসক দলের বেলায় কি আলাদা আইন? কেন না জেলাশাসক এর দপ্তরে একসাথে অনেকের প্রবেশাধিকার থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *