আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ মে: মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে আত্মঘাতী হলো জলপাইগুড়ি শহরের এক বিদ্যালয়ের ছাত্রী। পুলিশ জানায়, মৃত ছাত্রীর নাম প্রতিমা প্রধান (১৬), শহরের সেন্ট্রাল গালর্স স্কুলের ছাত্রী ছিল সে। ডেঙ্গুয়াঝাড়ের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল বের হওয়ার পর থেকে প্রতিমার মন খারাপ ছিল। পরিবারের সকলে ছাত্রীকে সান্তনাও দিয়েছিল। মৃত ছাত্রীর বাবা পেশায় গাড়ির চালক কবিরাজ প্রধান। গতকাল দুপুরে খাওয়া দাওয়া করে মায়ের পাশেই ঘুমিয়েছিল মেয়ে। সন্ধে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না মেয়েকে। এরপর কিছুক্ষণ বাদে রান্না ঘর থেকে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানান মৃত ছাত্রীর মা গীতা প্রধান। সঙ্গে সঙ্গে ছাত্রী দেহ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানায় ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত হয় আজ।