Abhijit Ganguly, Saokat Molla, অভিজিৎ গাঙ্গুলি যত বড়ই চন্দ্রবোরা বা কেউটে হোক, তাঁকে ঝাঁপিতে ভরে ফেলবেন মমতা ও অভিষেক: শওকত মোল্লা

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ মার্চ: অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক। বিচারপতির আসন থেকে যেভাবে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন তাতে মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা উঠে যেতে বাধ্য। আর নিজেকে চন্দ্রবোরার থেকে বেশি বিষধর বলছেন। সেই বিষধর সাপকে কিভাবে ঝাঁপিতে ভরে ফেলতে হয় সেটা জানা আছে তৃণমূলের। নাম করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে শওকত মোল্লা বলেন, উনি নিজেকে যতই বিষধর সাপ ভাবুন, মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে বড় ওঝা। ওনাকে কিভাবে ঝাঁপিতে পুরে ফেলতে হবে সেটা তাদের জানা আছে। আর তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ইতিমধ্যেই বিজেপিকে ওখানে ল্যাজে গোবরে করে ফেলেছেন। এভাবেই প্রাক্তন বিচারপতিকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক শওকাত মোল্লা।

মঙ্গলবার ক্যানিং পূর্ব বিধানসভায় জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শওকত মোল্লা।

এছাড়াও এদিন নওশাদ সিদ্দিকিকে আরও একবার কটাক্ষ করেন শওকত মোল্লা। তিনি বলেন, বিজেপিকে পিছনের দরজা দিয়ে এ রাজ্যে ঢোকানোর পথ আইএসএফই মজবুত করছে। পাশাপাশি, এদিনের মঞ্চ থেকে সিএএ এবং এনআরসি নিয়ে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শওকাত মোল্লা, প্রতিমা মন্ডলরা। তারা বলেন, মানুষকে ভয় দেখিয়ে ধর্মের ভিত্তিতে ভোট করতে চাইছে বিজেপি। কিন্তু তাদের সেই চক্রান্ত সফল হবে না বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এ রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩৫টি আসন তৃণমূল জিতবে বলে দাবি করেন শওকাত মোল্লা। রাজ্যের মধ্যে ডায়মন্ড হারবারের পর দ্বিতীয় সর্বাধিক মার্জিনে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল জয়লাভ করবে বলে আশাবাদী তৃণমূল নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *