আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ মার্চ: জলপাইগুড়ি ডিবিসি রোডের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ২৮ লক্ষ টাকা চুরি পালালো দুই দুষ্কৃতী। সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরে।
জানা গিয়েছে, এ দিন ব্যাঙ্কের এক সংস্থা মালবাজার থেকে এক বীমা সংস্থার টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে এসেছিলেন। সেই সময় ব্যাঙ্কে থাকা দুই যুবক টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। প্রকাশ্যে বিপুল পরিমাণ টাকা চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে, কোতোয়ালি থানায় আইসি সঞ্জয় দত্ত। ব্যাঙ্ক বন্ধ করে ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করেন পুলিশ কর্তারা। সিসিটিভি খতিয়ে দেখছেন তাঁরা। এদিকে টাকা চুরির ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহকারী সংস্থার কর্মী ও আধিকারিকরা। টাকা সংগ্রহকারী সংস্থার সিনিয়ন এক্সিকিউটিভ অফিসার দিলীপ রাজভর বলেন, “টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে আনা হয়েছিল। শুনলাম ব্যাঙ্ক থেকে সেই টাকা চুরি হয়ে যায়। তবে কুড়ি লক্ষ টাকার বেশি ছিল। গতকালের সংগ্রহ করা টাকা আজ জমা করার জন্য নিয়ে আসা হয়েছিল।”
জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে বলেন, “দুপুরে টাকা চুরির ঘটনা ঘটেছে।আমাদের অনেক দেরি করে জানানো হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। সিসি ক্যামেরা খতিয়ে দেখলাম। একজনকে ব্যাগ নিয়ে যেতে দেখা গিয়েছে। আমরা অন্য সিসি ক্যামেরা ও ট্রাফিকের ক্যামেরা খতিয়ে দেখছি।”