আমাদের ভারত, ২১ ডিসেম্বর: মহামারীর ঘন কালো মেঘের মধ্যে আবার নতুন উদ্বেগ। নোবেল করোনাভাইরাসের নতুন প্রজাতি নতুন করে এই উদ্বেগ বাড়িয়ে দিলো বিশ্ববাসীর মনে। এই পরিস্থিতিতে আপাতত ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারত। ব্রিটেন ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হলো। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৩১ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে কোন বিমান ভারতে প্রবেশ করতে পারবেন না ও ভারত থেকে কোন বিমান ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেবে না। ব্রিটেনে করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেই ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার জন্য কেন্দ্রকে আবেদন করেছিলেন আরবিন কেজরিওয়াল। তারপরই সোমবার দুপুরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিবৃতি জারি করা হয়। বলা হয়েছে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সাথে ভারতের বিমান চলাচল বন্ধ রাখা হল। আর এখনোও পর্যন্ত ব্রিটেন থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করারও নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাসের মে নতুন প্রজাতি ব্রিটেনে হানা দিয়েছে তা আগের থেকে ৭০ শতাংশ বেশি বিপদজনক। আর তাতেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে গোটা বিশ্বে। ভারত ছাড়াও কানাডা, সৌদি আরব, ইউরোপের একাধিক দেশ ব্রিটেনের সঙ্গে সাময়িকভাবে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেন ছাড়াও ইতালিতেও করোনার এই নয়া প্রজাতির সন্ধান মিলেছে বলে জানা গেছে।