সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ ডিসেম্বর: বিজেপি করায় ও বিজেপির পথসভায় যাওয়ায় এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কুন্দিপুর দাসপাড়া এলাকায়। ওই বিজেপি সমর্থকের নাম বিজয় দাস।
পরিবার সূত্রের খবর, রবিবার সন্ধ্যেয় বনগাঁ থানার কলম বাগান এলাকায় বিজেপির একটি পথ সভা ছিল। সেখানে গিয়েছিলেন বিজয় দাস। সেই দিনই বিজেপিতে যোগ দেন তিনি। এরপর বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। আনুমানিক রাত সাড়ে ১২টা নাগাদ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বিজয় দাস ও স্থানীয় বিজেপি কর্মীরা বলেন, বিজয়বাবু বিজেপি করায় ও বিজেপির পথ সভায় যাওয়ায় তাঁর ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আগুন লাগায় আশপাশের প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে যায় বিজয়বাবু ও তাঁর পরিবারের। এরপর ঘর থেকে বেরিয়ে এসে দেখন তার গোটা বাড়ি আগুন গ্রাস করে নিয়েছে। তার বাইকটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা নন্দলাল বসু বলেন” এটা পারিবারিক বিবাদ বলে জানতে পেরেছি। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে।