সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ আগস্ট: অশান্তির আগুন বাংলাদেশে। এমন পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে কড়া সতর্কতা জারি করল বিএসএফ। সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গিয়েছেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা। এমনকী, কলকাতায় এসেছেন বিএসএফের ডিজি। ইতিমধ্যে চ্যাংড়াবান্ধা, পেট্রাপোল সীমান্তে বন্ধ দু- দেশের বাণিজ্য। সবমিলিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট।
ছাত্র আন্দোলনে গোটা বাংলাদেশে জ্বলছে আগুন। ইতিমধ্যে ৯৬ জন্যের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। দফায় দফায় চলছে বিক্ষোভ সেই বিক্ষোভের আঁচ এসে পড়েছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে। সূত্রের খবর, দেশজুড়ে হাসিনা ও তার দলের বিরুদ্ধে ক্ষোভ চরমে উঠেছে। তাদের দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর করা হচ্ছে। বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবর রহমানের মূর্তি ভাঙ্গচুর চালাচ্ছেন আন্দোলনকারীরা। পেট্রাপোল সীমান্তে সেই মূর্তি ভাঙ্গার জন্য সীমান্তের জিরো পয়েন্টে পৌছে গিয়েছে আন্দোলনকারীরা। বাংলাদেশ সেনারা আটকানোর চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশে উত্তেজনার ফলে, যাত্রীদের ভারত থেকে বাংলাদেশে যাওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে আমদানি, রফতানির কাজ। গোটা সীমান্তজুড়ে বিএসএফের জওয়ানরা কড়া নজরদারিতে দেখেছে। সীমান্ত লাগোয়া সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।