পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: গত বছর অগস্ট মাস থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পেয়েছিল মেদিনীপুর পৌরসভায়। চলতি মরশুমে এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর এবং মেদিনীপুর পৌরসভার তরফে। যৌথ উদ্যোগে সোমবার তাই মেদিনীপুর পৌরসভার সভাগৃহে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হলো।
মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, উপ পৌরমাতা অনিমা সাহা, পৌরসভার কাউন্সিলর ইনচার্জ সৌরভ বসু, সুসময় মুখার্জি সহ পৌরসভার সমস্ত কাউন্সিলররা এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্য কর্মী, আশা কর্মী এবং ডেঙ্গু বিজয় অভিযানের সঙ্গে যুক্ত চুক্তি ভিত্তিক পৌর কর্মীরা। তাঁদের উদ্দেশ্যে তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে প্রয়োজনীয় বার্তা দেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী।