আমাদের ভারত, ৫ আগস্ট: পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর তারপরেই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে করতে শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা। একেবারে হাসিনার শোবার ঘরে ঢুকে বিছানার দখল নিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে রান্না ঘর দখল করে ভোজ সারতেও দেখা গেছে আন্দোলনকারীদের। হ্যাঁ এমনই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে (যদিও ভিডিও গুলির সত্যতা যাচাই করেনি আমাদের ভারত)।
সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঢাকার বাসভবন গণভবন ছেড়ে কার্যত দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা এবং তার বোন। তার ঘন্টা খানেকের মধ্যে গণভবনে চড়াও হন কয়েক হাজার মানুষ। চলতে থাকে লুটপাট। বাংলাদেশের সংবাদমাধ্যম “প্রথম আলো” লিখেছে বহু সাধারণ মানুষ গণভবনে ঢুকে পড়েছেন। তাদের হাতে গণভবনে ব্যবহৃত জিনিসপত্র দেখা গিয়েছে। গণভবনের ভিতর থেকে ঘাড়ে, কাঁধে, পিঠে নানা আসবাব সামগ্রী নিয়ে বেরিয়ে আসার ভিডিও প্রকাশ্যে এসেছে। তেমনই একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন বাংলাদেশের এক ছাত্র আন্দোলনকারী।সেই ভিডিওর বিবরণে লেখা হাসিনার রুমে। তাতে দেখা যাচ্ছে, মাথায় বাংলাদেশের পতাকার ফেটি বাধা এক তরুণ জুতো পরে উঠে পড়েছেন একটি পরিপাটি সাজানো বিছানায়। পায়ের উপর পা তুলে বিছানার উপর তিনি চিৎকার করতে করতে জানাচ্ছেন, তারা গণভবন দখলে নিয়েছেন।
আরো একটি ভিডিওতে দেখা যাচ্ছে গণ ভবনের পাকশালে রান্না করা খাবারে দেদার ভোজ সারছেন আন্দোলনকারীদের একটা অংশ (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের ভারত)।
বাংলাদেশের অনেকেই এই ভিডিও পোস্ট করে লিখেছেন আন্দোলনকারীরা গণভবনের রান্না ঘরে ঢুকে পড়েছেন।
সোমবার হাসিনার পদত্যাগের খবর আসার সাথে সাথেই তাকে যে বাড়ি ছাড়তে হতে পারে সে খবর সম্ভবত জানা ছিল না। ফলে গণভবনের রান্নাঘর ছিল খাবারে ভরপুর। ভিডিওতে দেখা যাচ্ছে থরে থরে সাজানো রয়েছে ভাত, ডাল, মাংসের পাশাপাশি একাধিক পদ। ভিডিওতে দেখা যাচ্ছে সেই খাবারের ওপরে হামলে পড়ছেন বেশ কিছু তরুণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের হাড় চিবাচ্ছেন তারা।