Modi, Shah, Nadda ‘রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের’ আর্জি নরেন্দ্র মোদীর, বার্তা দিলেন শাহ এবং জেপি নাড্ডা

আমাদের ভারত, ৭ মে: মঙ্গলবার লোকসভা নির্বাচনের চলতি পর্যায়ের তৃতীয় দিনের ভোটগ্রহণ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে এক্স হ্যান্ডেলে এ ব্যাপারে তাঁর বার্তা দেন। বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

প্রধানমন্ত্রী লিখেছেন, “আজকের এই পর্বের নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলের কাছে রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের আর্জি জানাচ্ছি। তাঁদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে।”

এদিন ভোট দেন মোদী নিজেও। এর পর ভোটের ছাপ-সহ আঙুল দেখিয়ে হাসিমুখে ছবি তোলার অনুমতি দেন তিনি। সেই ছবি বিজেপি-র মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করা হয়েছে।

‘নাগরিক কর্তব্য পালনে’ ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। আজ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। এ দিন ভোট দেওয়ার আর্জি জানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা লিখেছেন, “লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপ শুরু হওয়ার সাথে সাথে, আমি সমস্ত নিবন্ধিত ভোটারদের, বিশেষ করে তরুণ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং গণতন্ত্রের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আবেদন করছি। আপনার একটি ভোটে কল্পনাকৃত ‘বিকশিত ভারত’-এর দিকে যাত্রাকে রূপ দেওয়ার শক্তি রয়েছে, একটি সংকল্প যেখানে অগ্রগতি, উদ্ভাবন এবং সম ভাবাপন্নতার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করে। ভোট শুধুমাত্র অধিকার সম্পর্কে নয়; এটা আমাদের নাগরিক কর্তব্য পালনের বিষয়। আসুন নির্বাচনে অংশগ্রহণ করি এবং অন্যদের অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করি।”

“দুর্নীতিমুক্ত সরকার গঠনের পক্ষে ভোট দিন,” এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “আমি পশ্চিমবঙ্গের মানুষকে অনুরোধ করছি যে, যারা আজ তৃতীয় দফার নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তাঁরা অবশ্যই একটি দুর্নীতিমুক্ত সরকার গঠনের পক্ষে ভোট দিন, যারা সকলের জন্য সমান অধিকার সুনিশ্চিত করবে, যারা মহিলাদের উপযুক্ত সম্মান দেবে, অবৈধ অনুপ্রবেশকে বন্ধ করবে, তোষণ নীতির অবসান করবে এবং গরিবদের জন্য কাজ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *