আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ মে: সোমবার রাতে ভাটপাড়া থানার কলাবাগান লাইনের শহীদ ভগৎ সিং ক্লাবের সামনে আক্রান্ত হলেন বিজেপি নেতা বিনয় মন্ডল। তিনি আবার জগদ্দলের জে জে আই জুটমিলের শ্রমিক নেতা। আক্রান্ত বিজেপি নেতাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আক্রান্ত বিনয় মন্ডলের অভিযোগ, বিজেপি করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতী টিপু, অবিনাশ, সজল দলবল নিয়ে এসে তাঁকে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করেছে। অভিযোগ, বাড়ির কাছেই পুলিশের সামনে বিনয়কে মারধোর করা হয়েছে। ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ভাটপাড়া থানার পুলিশের উপস্থিতিতে কুখ্যাত অপরাধী টিপু ও সনুয়ার দলবল দলীয় কার্যকর্তা বিনয় মন্ডলকে মারধর করেছে। অথচ পুলিশ নিস্ক্রিয়। নির্বাচন কমিশনের তরফেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ অর্জুন সিংয়ের।