Modi, Amit Shah, জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদককে শুভেচ্ছা নরেন্দ্র মোদী ও অমিত শাহ’র

আমাদের ভারত, ২৯ আগস্ট: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদক শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় লিখেছেন, “জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা। আজ আমরা মেজর ধ্যানচাঁদজিকে শ্রদ্ধা জানাই। খেলাধুলার প্রতি অনুরাগী এবং যারা ভারতের হয়ে খেলেছেন তাঁদের প্রশংসা করার এটি একটি উপলক্ষ। আমাদের সরকার খেলাধুলাকে সমর্থন করতে এবং আরও বেশি যুবকদের খেলতে এবং উজ্জ্বল হতে পারে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অন্যদিকে জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা জানালেন অমিত শাহ।

তিনি বলেন, “আমি হকির জাদুকর মেজর
ধ্যানচাঁদজিকে তাঁর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানাই এবং ‘জাতীয় ক্রীড়া দিবসে’ সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানাই।” এভাবে জাতীয় ক্রীড়া দিবসে’-র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৃহস্পতিবার অমিতবাবু এক্স বার্তায় লিখেছেন, “মেজর ধ্যানচাঁদজির জীবন এই সত্যের প্রতীক যে অটল উৎসর্গ এবং ক্রমাগত অনুশীলনের মাধ্যমে যে কোনও লক্ষ্য অর্জন করা যায়।

তিনি কেবল ভারতীয় হকিকে উচ্চতায় নিয়ে যাননি, দেশের খেলাধুলার প্রতি ইতিবাচক চেতনার অনুপ্রেরণাও হয়ে উঠেছেন। ক্রীড়া জগতের এই খ্যাতিমান খেলোয়াড় ভবিষ্যৎ প্রজন্মকে সব সময় দিকনির্দেশনা দিয়ে যাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *