সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ আগস্ট: চিকিৎসার জন্য ছুটির আবেদন পত্র দিতে গেলে শিক্ষিকাকে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রধান শিক্ষকের ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমনই অমানবিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ক্লাস বয়কট করে প্রধান শিক্ষকের ঘিরে বিক্ষোভ দেখান শিক্ষিকা সহ স্কুল পড়ুয়ারা।
স্কুলের শিক্ষিকা রাখি মন্ডল বিশ্বাস জানিয়েছেন, বুধবার স্কুল ছুটির পর চিকিৎসার জন্য ছুটির আবেদন করতে গেলে তার আবেদন ছুড়ে ফেলে দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, শিক্ষিকা প্রতিবাদ করতে গেলে তাঁকে লাথি মারে প্রধান শিক্ষক। এরপরই অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা প্রধান শিক্ষক পঙ্কজ বেপারীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। শিক্ষিকাদের অভিযোগ, স্কুলের শিক্ষিকাদের কোনো সন্মন দেন না প্রধান শিক্ষক। মাঝে মধ্যেই শিক্ষিকাদের বলেন দেখে নেবো, স্কুল থেকে বেরিয়ে যেতে বলেন। এমনকি ছাত্রদের উপরেও অত্যাচার করেন। এক দিনও ক্লাস করান না। ছোট ছোট পড়ুয়ারা একটু চিৎকার করেলেই লাঠি দিয়ে অমানবিক মারধর করেন। দিন কয়েক আগেই বাঁশ নিয়ে এক ছাত্রকে তাড়া করিয়ে বেরিয়েছেন।
এদিন সকালে স্কুল শুরু হতেই ক্লাস বয়কট করে প্রধান শিক্ষকের রুমে বিক্ষোভ দেখান শিক্ষিকারা, সেই সময়ও মারমুখী হয়ে ওঠেন পঙ্কজবাবু। এরপরই স্কুলজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। ছাত্ররা ক্লাস রুম থেকে বেরিয়ে এসে প্রধান শিক্ষকের ঘরের সমনে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বনগাঁ থানার পুলিশ। উত্তেজিত ছাত্রদের সামাল দেয়।