সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ আগস্ট: আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক হত্যা কাণ্ডে উত্তাল গোটা বাংলা। তারই মাঝে ফের শিরোনামে ধর্ষণ। নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা দুষ্কৃতীর। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার হাবড়া থানার রাজবল্লভপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই নাবালিকা বর্তমানে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সতীশ সরাকার। অভিযোগ পাওয়ার পর স্বরূপনগর থানা এলাকা থেকে গ্রেফতার হয় অভিযুক্তকে।
ওই নাবালিকা পঞ্চম শ্রেণির ছাত্রী। বুধবার রাত সাড়ে সাতটা নাগাদ প্রতিবেশী সতীশ তার নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় ওই ছাত্রীটিকে। বাড়ি ফাঁকা থাকায় ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার পরিবার তাঁকে খোঁজাখুঁজি করতে এসে দেখে অচৈতান্য অবস্থায় নাবালিকা পড়ে আছে। তাঁর মা চিৎকার করে লোকজন জড়ো করে মেয়েকে চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে নিয়ে যায়।
সকাল থেকে এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় দুই ঘন্টা মছলন্দপুর-বসিরহাট রোডে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি,অভিযুক্তের ফাঁসি চাই। যদিও এর আগে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে বলে এলাকার মানুষ জানিয়েছে।