আমাদের ভারত, ২৯ আগস্ট: হাইকোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্বেও আগামীকালের জন্য বিজেপির ধর্ণা মঞ্চ বাঁধতে দিচ্ছে না কলকাতা পুলিশ। অতি সক্রিয় ভূমিকা পালন করছে তারা। বৃহস্পতিবার এ ব্যাপারে এক্স বার্তায় অভিযোগ করলেন বিজেপি নেতা অমিত মালব্য।
অমিতবাবু ভিডিয়ো-সহ লিখেছেন, “কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও, কলকাতা পুলিশ রাজ্য বিজেপি-কে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ আগামীকালের ধর্নার জন্য মঞ্চ তৈরি করতে দিচ্ছে না। সূচি অনুযায়ী নির্ধারিত জায়গায় প্রতিবাদ হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা সিপি-র অনেক কিছুর জবাব দিতে হবে।”
প্রসঙ্গত, ধর্ণা মঞ্চ বাধার কাজে বাধা দেওয়ায় ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে বাসভবন থেকে বুধবার রাতেই রওয়ানা দেন রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার।