আশিস মণ্ডল, রামপুরহাট, ৬ ডিসেম্বর: অবৈধ সম্পর্কের জেরে খুন হল এক যুবক। মৃত যুবকের নাম সুশান্ত লেট। বাড়ি বীরভূমের মল্লারপুর থানার সন্যাসী ডাঙ্গা গ্রামে।
জানাগেছে, শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। রবিবার সকালে বাড়ির পাশে খড়ের গাদার পাশে তাঁর মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ। তাঁর নাক ও মুখ থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়। গ্রামবাসীদের দাবি, ওই যুবকের স্ত্রীর সঙ্গে অন্য একজনের অবৈধ সম্পর্ক ছিল। সুশান্ত সেটা দেখে ফেলায় অশান্তির সৃষ্টি হয়। সেই কারণেই খুন হতে পারে। মৃত যুবকের ভাই রাহুল লেট বলেন, “দাদার কাকা শ্বশুরের ছেলের সঙ্গে বৌদির অবৈধ সম্পর্ক ছিল। দাদা দেখে ফেলায় তারাই খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে। সুশান্তর স্ত্রী ফাল্গুনী লেট বলেন, “সন্দেহের বশে প্রতিদিন আমাকে মারধর করত। শুক্রবারও মারধরও করেছিল। শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফেরেনি”। তবে অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করেছে স্ত্রী।