আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৬ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা এলাকায় ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম টোটন গোপ (৪৮)। জখম হয়েছেন তাঁর স্ত্রী নন্দিতা গোপ।
রবিবার সকালে খড়গ্রাম থানার খেসড় মাড়গাম থেকে কুড়ল কাপসা–তে মেয়ের বাড়ি নবান্ন উৎসবে যাচ্ছিলেন টোটন এবং নন্দিতা। যাওয়ার পথেই গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী টোটন গোপের। গুরুতর জখম অবস্থায় স্ত্রী নন্দিতা গোপ কে খড়গ্ৰাম ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।