Drone, Kolkata, কলকাতার আকাশে রহস্যময় ৭টি ড্রোনের আনাগোনা, রেড জোনেও প্রবেশ, ঘটনায় তীব্র চাঞ্চল্য, শুরু তদন্ত

আমাদের ভারত, ২১ মে: কলকাতার আকাশে রহস্যময় ড্রোন ঘিরে সরগরম পরিস্থিতি। সূত্রের খবর, মহেশতলা ও বেহালার দিকে সাতটি রহস্যময় ড্রোন দেখা গিয়েছে। দ্বিতীয় হুগলী সেতু, ফোর্ট উইলিয়ামের মতো জায়গায় এই ড্রোনদের দেখা গিয়েছে। দুই দেশের মধ্যে যখন উদ্বেগজনক পরিস্থিতি, সেখানে এই ড্রোন ঘোরাফেরা ঘিরে রহস্য দানা বাঁধা স্বাভাবিক।

ময়দানের বিস্তীর্ণ এলাকা সেনার অধীনে। সেক্ষেত্রে কলকাতা পুলিশ সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে। মঙ্গলবার রাতে হঠাৎই মহেশতলা ও বেহালার দিক থেকে ড্রোন আসতে দেখা গিয়েছে। আকাশে অদ্ভুত আলো প্রথমে চোখে পড়ে। যে আলো আকাশে দেখতে পাওয়া যায় না, ফলে নজরে পড়ে বিষয়টিতে।

কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিক লালবাজার কন্ট্রোলে ফোন করেন। লালবাজার থেকে নির্দিষ্ট করে বেশ কিছু থানাকে জানানো হয়। তারপর থানার আধিকারিকরা বিষয়টা দেখার চেষ্টা করেন। রাতে দৃশ্যমানতা কম থাকায় বিষয়টি স্পষ্ট নয়। জানা গেছে, ৫টি ড্রোন পার্ক সার্কাসের দিকে চলে যায়। ভিক্টোরিয়ার দিকেও ড্রোন দেখা গেছে।

সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে কলকাতা পুলিশ। এক অবসরপ্রাপ্ত সেনাকর্তার মতে ড্রোনগুলি কী ধরনের ড্রোন, তার রেঞ্জ কীরকম সেটা দেখতে হবে। হতে পারে বাংলাদেশ থেকে ড্রোনগুলি এসেছে। তবে সার্ভিলেন্স ড্রোন যদি হয় তাহলে চিন্তার বিষয়।

অন্যদিকে এনএসজির মতে পশ্চিম প্রান্তের সঙ্গে পূর্ব প্রান্তেও অশান্তি দানা বাধছে। বিভিন্ন ধরনের গুজব রটছে। যদিও সেগুলির ওপর ভারত সরকারের এজেন্সি‌ কড়া নজর রাখছে। কলকাতা পুলিশ রাজ্য পুলিশকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক প্রাক্তন সেনা কর্তা আবার বলছেন, বাংলাদেশের এত ড্রোন ওড়ানোর দুঃসাহস হবে কিনা তাও ভাববার মতো বিষয়। কারণ সম্প্রতি পাকিস্তানকেঠঠঠ দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *