আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ মে: টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডে বহুতলে বোমা বিস্ফোরণের ঘটনার পর গ্রেফতার ওই ওয়ার্ডেরই কাউন্সিলর সহ আরো দুইজন। এর ঘটনার প্রতিবাদে টিটাগড়ে একটি পথসভার আয়োজন করা হয় বিজেপির তরফে। উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি, রুদ্রনীল সহ ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
এই পথসভার মাধ্যমে বিজেপি এই বিস্ফোরণের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং এনআইএ তদন্তের দাবি করে। তারা বলে, এই ব্যারাকপুর শিল্পাঞ্চল এখন বোমা ও গুলি শিল্পাঞ্চল হয়ে উঠেছে। পুলিশ যদি তৎপর হতো তাহলে হয়তো ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক দুষ্কৃতি গ্রেপ্তার হয়ে যেত। কিন্তু পুলিশ ১৪ তলার নির্দেশের জন্য কিছু করতে পারছে না বলে জানান অর্জুন সিং।