Summer camp, Ichapur, ইছাপুর নর্থল্যান্ড স্কুলে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য তিন দিনের সামার ক্যাম্প

আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ মে: রাজ্যের স্কুলগুলিতে চলছে গরমের ছুটি। প্রচণ্ড গরমে দুপুরে ছাত্র ছাত্রীদের নতুন কিছু শেখাতে, তাদের স্কিল ডেভলপমেন্ট করতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম কোনো সরকারি স্কুলে শুরু হলো সামার ক্যাম্প।

বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে সামার ক্যাম্প হওয়ার কথা শোনা যায়, যেখানে অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে এই ক্যাম্পগুলিতে বাচ্চারা অংশ নিয়ে থাকে। কিন্তু কোনো অর্থ ছাড়া নোয়াপাড়া বিধানসভার ইছাপুর নর্থল্যান্ড স্কুল চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য তিন দিনের এক সামার ক্যাম্প- এর আয়োজন করেছে। যেখানে শুধু তাদের স্কুলের ছাত্র ছাত্রীরা নয়, পার্শ্ববর্তী প্রায় আট থেকে নয়টি স্কুলের ১৫০ থেকে ২৫০ বাচ্চারা এই সামার ক্যাম্পে অংশ নিচ্ছে। তিন দিনের এই সামার ক্যাম্পে বাচ্চাদের সায়েন্স টেকনলজি সম্পর্কিত একটি প্রদর্শনী করা হচ্ছে, যেখানে উচ্চ শ্রেণির ছাত্ররা বাচ্চাদের বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয় বুঝিয়ে দিচ্ছেন। সেই সঙ্গে বাচ্চাদের সমাজ সচেতনামূলক বিভিন্ন ধরনের ডকুমেন্ট্রি ছবি দেখিয়ে তার ওপর কুইজ করা হচ্ছে। আর সঠিক উত্তর দিলেই মিলছে পুরষ্কার।

বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে বাচ্চাদের সামার ক্যাম্পে এই ধরনের বিভিন্ন আনন্দ দিয়ে নতুন কিছু শেখানো হয়ে থাকে। কিন্তু সরকারি স্কুলের বাচ্চারা যাতে এমন সুযোগ পায় সেই সঙ্গে আর্থিক অবস্থা যেমনই হোক সমস্ত ছোট ছোট বাচ্চাদের বিজ্ঞান, প্রযুক্তি, অঙ্ক সম্পর্কে আরো বেশি আগ্রহী করতে এই ধরনের উদ্যোগ বলে জানালেন স্কুল কর্তৃপক্ষ। অপর দিকে সরকারি স্কুলে এমন অভিনব উদ্যোগে খুশি সামার ক্যাম্পে অংশ নেওয়া ছাত্র ছাত্রী থেকে অভিভাবক সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *