সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ মার্চ:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত ছাত্র- ছাত্রীদের প্রতি সংহতি প্রকাশ করে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবিতে আজ মুটিয়া মজদুররা বিক্ষোভ মিছিল করে। মিছিল বাঁকুড়া স্টেশন রোড পরিক্রমা করার পর মিছিলকারীরা বাঁকুড়া রেল স্টেশন চত্বরে সামিল হন এক বিক্ষোভ সভায়।
এই কর্মসূচিতে ইউনিয়নের সভাপতি প্রতীপ মুখার্জি, সহ-সভাপতি সোহরাব মন্ডল, সম্পাদক তপন দাস ছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা কিঙ্কর পোশাক, উজ্জ্বল সরকার, ভৃগুরাম কর্মকার, রেলওয়ে লোকো রানিং স্টাফ ইউনিয়নের নেতা গৌতম গোস্বামী, বাঁকুড়া জেলা লরি ড্রাইভারর্স এন্ড ক্লিনার্স ইউনিয়নের সম্পাদক সত্য মুখার্জি ও এসএফআই নেত্রী বর্ষা গোস্বামী। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জি ও এসএফআই নেত্রী বর্ষা গোস্বামী। দাবি পূরণে যদি কোন টালবাহনা করা হয়, সেক্ষেত্রে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার সভা থেকে গ্রহণ করা হয়।