Rabindra Sarobar, রবীন্দ্র সরোবরে দোল, প্রতিবাদপত্র কেএমডিএ-কে

আমাদের ভারত, কলকাতা, ৬ মার্চ: এবারের দোল উৎসবে সরোবর বন্ধ না রেখে এর প্রবেশদ্বার খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে তিনটি ক্লাবকে রবীন্দ্র সরোবরের মধ্যে দোল উৎসব পালনের অনুমতি দিয়েছে। এই ঘটনায় সরোবর ও পরিবেশপ্রেমী অনেক মানুষ যারপরনাই ক্ষুব্ধ ও মর্মাহত। বৃহস্পতিবার তাঁদের তরফে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে সরোবরের তত্বাবধায়ক কেএমডিএ-কে।

চিঠিটি দিয়েছেন পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ। তাঁর এবং পরিবেশবিদ সমীর বোসের বক্তব্য, “রবীন্দ্র সরোবর একটি অতি সংবেদনশীল বাস্তুতন্ত্র হিসেবে জাতীয় পরিবেশ ন্যায়ালয়ের প্রায় প্রতিটি পর্যবেক্ষণেই বর্ণিত হয়েছে। ২০১৭ সালের একটি আদেশে জাতীয় পরিবেশ আদালত ব্যক্ত করেছিলেন যে রবীন্দ্র সরোবরের বাস্তুতন্ত্রের সংরক্ষণের স্বার্থে এই সরোবর এবং তার পরিপার্শ্বিক স্থানে কোনও রকম সামাজিক উৎসব পালন করা যাবে না। এই পরিপ্রেক্ষিতে সরোবরের সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিটি মানুষ ও সংস্থাকে এই সরোবরের জীববৈচিত্রের পক্ষে ক্ষতিকর কোনও কার্যকলাপের বিরুদ্ধে নজরদারি চালাতে হবে। একটি কমিটিও প্রস্তুত করে দেন মাননীয় আদালত। কেএমডিএ’কে এই কমিটির শীর্ষে বসানো হয়।

যে সংস্থার হাতে পরিবেশ রক্ষার ভার তারাই বিপরীত ধর্মী সিদ্ধান্ত কেন নিচ্ছেন এটাই বিস্ময়ের। জাতীয় পরিবেশ আদালতের সরোবরের পরিবেশ সংরক্ষণের বিষয়ে এত পরিস্কার নির্দেশ দেওয়ার পর এই প্রথম এই আদেশের অবমাননা করে দোল বা রঙের উৎসবের ছাড়পত্র দিয়ে সরোবরের মাটি ও জলের মধ্যে দূষণের মাত্রা বাড়িয়ে দেবার মত অর্বাচীন সিদ্ধান্ত নিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *