Musical instrument, Nalhati, নলহাটির কুমারসন্ডা গ্রামে বাজানো যাবে না বাদ্যযন্ত্র, ফতোয়া মুরুব্বিদের

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৫ ফেব্রুয়ারি: বিয়ে হোক কিংবা কোনো সামাজিক অনুষ্ঠান, গ্রামে কোনরকম বাদ্যযন্ত্র বাজানো যাবে না। নিষিদ্ধ মদ, গাঁজা সহ যে কোনো মাদক দ্রব্য। শনিবার এমনই ফতোয়া জারি করা হয়েছে মুর্শিদাবাদ সীমান্তের বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের কুমারসন্ডা গ্রামে।

এদিন কুমারসন্ডা গ্রামের গ্রামের মাদ্রাসায় বৈঠকে বসেন গ্রামের গণ্যমান্যরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামে বিয়ে, খাতনা, কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। কেউ বাজালে তার ১০ হাজার টাকা জরিমানা হবে। সেই সঙ্গে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে। অর্থাৎ তাকে মসজিদে যেতে দেওয়া হবে না। তার জানাজায় কেউ যাবে না। সেই সঙ্গে গ্রামে মদ প্রবেশ করা যাবে না। গণ্যমান্যদের এই ফতোয়া অবশ্য মেনে নিয়েছেন গ্রামবাসীরা।

গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর শেখ বলেন, “গ্রামে বাদ্যযন্ত্র বাজানো যাবে না। মদ খেয়ে মাতলামি, জুয়া খেলা সব বন্ধ। গ্রামের মুরুব্বিদের এই সিদ্ধান্ত সকলে মেনে নিয়েছি।”

এনিয়ে নলহাটি ২ নম্বর ব্লকের বিডিও রজত রঞ্জন দাস বলেন, “আমার কাছে এরকম কোনো অভিযোগ জমা পড়েনি। আমি পঞ্চায়েতের মাধ্যমে খোঁজখবর নিয়ে দেখছি।”

ন-পাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রিপন শেখ বলেন, “আমার কাছে এরকম কোনো খবর নেই। ওই গ্রামে আমাদের সাংসদ শতাব্দী রায়ের কার্যক্রম রয়েছে। গ্রামবাসীরা যদি এরকম কোনো সিদ্ধান্ত নেন তাহলে আমাদের মেনে নিতে হবে।”

1 thoughts on “Musical instrument, Nalhati, নলহাটির কুমারসন্ডা গ্রামে বাজানো যাবে না বাদ্যযন্ত্র, ফতোয়া মুরুব্বিদের

  1. তারক ঘোষ ৯১২৩০৭৩৪৮৮ says:

    সমাজ জীবনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। কিন্তু বর্তমানে বড়ো বড়ো সংবাদমাধ্যমের বক্র মেরুদণ্ডী সংবাদে জনসাধারণের নজর বিকৃত হয়েছে। ফলে স্বদেশ ও সমাজের প্রতি প্রকৃত দ্বায়িত্ব থেকে একটু দূরে সরে স্বার্থপর প্রবন হয়েছে। কঠিন হলেও এর হাত থেকে সমাজ কে বার করতে হবে। কিন্তু কে ধরিবে হাল,,,,,,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *