আমাদের ভারত, হাওড়া, ১৫ ফেব্রুয়ারি: এটিএমে ডাকাতির ঘটনা ঘটে গেল হাওড়ায়। গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে ১৬ লাখ টাকা লুট করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতীদের গাড়িটি আটক করেছে সাঁকরাইল থানার পুলিশ। কিন্তু লুট হওয়া টাকা এখনও উদ্ধার করা যায়নি।
যাদবপুরে এটিএম মেশিনে কারসাজি করে গ্রাহকদের টাকা লুট নিয়ে শোরগোলের মধ্যেই শনিবার ভোরে হাওড়ার আন্দুল রোডের ধারে আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি এটিএম লুট করে দুষ্কৃতীরা। গ্যাস কাটার দিয়ে যন্ত্র কেটে সব টাকা নিয়ে চম্পট দেয় তারা। যাওয়ার আগে এটিএমে আগুনও লাগিয়ে দেওয়া হয়। সকালে স্থানীয়রা দেখেন, এটিএম মেশিন ভাঙ্গা। ভাঙ্গা অংশ রাস্তায় পড়ে রয়েছে। সিসি ক্যামেরাও ভাঙ্গা।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। যান ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্কের আধিকারিকদেরও খবর দেওয়া হয়েছে। কত টাকা খোয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ব্যাঙ্কের আধিকারিকরা এলেই তা জানা যাবে। তবে পুলিশের একটি সূত্রে দাবি, অন্তত ১৬ লক্ষ টাকা লুট হয়েছে।
পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি বলেন, “যে চক্র এই কাজ করেছে, তাদের চিহ্নিত করা গিয়েছে। তাদের গাড়িটি আটক করা হয়েছে। টাকা লুট হলেও তার পরিমাণ জানা যায়নি।”