Shantipur Hospital, শান্তিপুর হাসপাতালে এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ

আমাদের ভারত, নদিয়া, ১৫ ফেব্রুয়ারি: শান্তিপুর হাসপাতালে এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল। ফলে এই হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো নিয়ে উঠেছে প্রশ্ন।

শান্তিপুর থানা এলাকার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা রাজু ভৌমিক ভুগছিলেন দাঁতের সমস্যায়। শনিবার তিনি স্টেট জেনারেল হাসপাতালে যান চিকিৎসার জন্য। সেখানে তাঁর দাঁত পরীক্ষার পর ওষুধ দেওয়া হয়। ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে তা কেনেন রাজু। এরপর বাড়ি ফিরে সেই ওষুধ খেতে গিয়ে তিনি দেখেন, তার মেয়াদ ফুরিয়েছে। অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে তাঁকে। তিনি সঙ্গে সঙ্গে ছবি তুলে অভিযোগ জানান। রাজুর বক্তব্য, এই ঘটনায় তিনি সোজা স্বাস্থ্য দফতরে অভিযোগ করবেন।

সাফাই কর্মীর অভাবে রোগীর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর ঘটনা নিয়ে তোলপাড় স্বাস্থ্য মহল। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনায় রিপোর্ট তলব, তদন্ত কমিটি গঠনের পর অভিযুক্ত চিকিৎসককে শোকজ করেছে স্বাস্থ্য ভবন। এসবের মাঝেই আরও একটি ঘটনায় ফের আলোচনার শীর্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *