আমাদের ভারত, ১৫ ফেব্রুয়ারি: ভারতের উপর ভরসা রাখুন। প্রধানমন্ত্রী মোদী জানেন, কিভাবে বাংলাদেশের মতো পরিস্থিতি সামাল দিতে হয়। বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপির রাজ্য সভাপতির কথায়, ভারত সরকারের ওপরে এবং প্রধানমন্ত্রীর ওপরে ভরসা রাখুন। ভারত জানে কিভাবে এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে হয়। ভারত সেভাবেই কাজ করছে। তিনি জানান, বাংলাদেশে এখন নির্বাচিত সরকার নেই। বাংলাদেশে নির্বাচিত সরকার আসতে দিন। নির্বাচিত সরকার এলে তাদের সঙ্গে কথা বলবে ভারত।
মায়াপুর ইসকনের আধ্যাত্মিক চেতনার ২৫ বছর উদযাপনের অনুষ্ঠানে শনিবার উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। সেখানে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশের ইসকনের সাধুদের উপর হামলার ঘটনা নিয়ে মায়াপুর ইসকনের তরফে তাঁদের কী বলা হলো? তার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “সব কথা বাইরে বলা যায় না। নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হয়ে যদি বলতে পারেন বাংলাদেশের দায়িত্ব ভারতের হাতে ছেড়ে দিলাম। নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম। তার মানে এই বার্তার মধ্যে নিশ্চিত ভাবে কিছু আছে।”
একই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “কিছুজন একবারে শেখে। কিছুজন জল ঘোলা করে শেখে। বাংলাদেশ কিভাবে শেখে সেটা দেখা যাক। যেভাবে শেখে সেভাবেই আমরা শেখাবো।”
ইসকনকে সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, এরা সনাতন ধর্মের প্রচারক। আর ভারত সরকার সর্বদা সনাতন ধর্মের পাশে আছে। সনাতন ধর্ম ছাড়া ভারতের অস্তিত্ব নেই। ভারত ছাড়া সনাতনের অস্তিত্ব সম্ভব না। ভারত সনাতন একে অপরের পরিপূরক।
প্রসঙ্গত, মার্কিন সফরে যাওয়া প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেছেন আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ট্রাম্প। বৈঠকের পর তারা জানিয়েছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে ভারত- আমেরিকা লড়বে। এর মাঝেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আমেরিকা কোনো পদক্ষেপ করবে কিনা? তখুনি ট্রাম্প বলেন, বাংলাদেশের বিষয়টি মোদী দেখে নেবেন। বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর উপরই তিনি ছাড়ছেন। তাঁর কথায়, “বাংলাদেশের সমস্যা সমাধান করার বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদীর উপরেই ছেড়ে দিলাম।”