Police, Madhyamik Student, ভুল বুঝে অন্য পরীক্ষা কেন্দ্রে যাওয়া পরীক্ষার্থীকে ফেরাল ত্রাতা পুলিশ

আমাদের ভারত, কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: ভুল বুঝে অন্য পরীক্ষা কেন্দ্রে চলে গিয়েছিল পরীক্ষার্থী। সেখান থেকে সঠিক কেন্দ্রের দূরত্ব অনেকটাই। ত্রাতার ভূমিকায় এগিয়ে এল কলকাতা পুলিশ। গ্রিন করিডর করে জোকা থেকে তারাতলায় পরীক্ষা শুরুর আগেই পৌঁছে দিল পুলিশ।

শনিবার থেকে শুরু হয়েছে সিবিএসই’র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। মহেশতলার একটি স্কুলের পরীক্ষাকেন্দ্র করা হয়েছে তারাতলার একটি স্কুলে। কিন্তু মহেশতলার ওই স্কুলের এক ছাত্র ও তার অভিভাবক পৌঁছে যান হরিদেবপুর থানার অর্ন্তগত জোকার একটি স্কুলে। সেখানে গিয়ে বুঝতে পারেন ভুল স্কুলে এসেছেন তাঁরা। যেতে হবে তারাতলায়।

হাতে সময় কম ছিল। কী করবেন বুঝতে পারছিলেন না অভিভাবক। পরীক্ষা দিতে না পারার আশঙ্কায় কাঁটা হয়েছিল পরীক্ষার্থীও। বিপদে পড়েছেন বুঝতে পেরে এগিয়ে আসেন ওখানেই ডিউটিরত বেহালা এলাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুভাষ আধিকারী। সমস্তটা বলেন পড়ুয়ার অভিভাবক। তখন পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় কাছে চলে এসেছে।

সব কিছু শুনে দেরি করেননি সুভাষবাবু। ঠাকুরপুর থানার একটি গাড়ি আনিয়ে পরীক্ষার্থী ও অভিভাবককে স্কুলের উদ্দেশ্যে রওনা করান। লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানিয়ে গ্রিন সিগন্যালের ব্যবস্থা করেন। রাস্তায় প্রায় কোনও বাধা না পেয়ে জোকা থেকে তারাতলায় পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *