সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি: বড় বড় গাছ পরিবেষ্টিত কোতুলপুরের গোগড়া গ্রামীণ হাসপাতাল। সম্প্রতি সেই হাসপাতাল চত্বর থেকে একের পর এক গাছ উধাও হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরের তদন্তের পর ব্লক স্বাস্থ্য আধিকারিককে সাত দিনের কম্পালসারি ছুটিতে পাঠানো হয়েছে।
কোতুলপুরের গোগড়া গ্রামীণ হাসপাতাল চত্বরজুড়ে রয়েছে অসংখ্য গাছ। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি অতি পুরনো গাছ। সম্প্রতি হাসপাতাল চত্বর থেকে বেশ কয়েকটি গাছ গায়েব হয়েছে বলে অভিযোগ ওঠে। এই গাছ কেটে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠতেই ঘটনার তদন্তে নামে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২- এর নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করে শুরু হয় এই গাছ চুরির তদন্ত। সেই তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে কোতুলপুরের বিএমওএইচ দেবাঞ্জন ঘোষকে সাত দিনের কম্পালসারি ছুটিতে পাঠায় স্বাস্থ্য দফতর। বিএমওএইচ-কে এভাবে স্বাস্থ্য দফতর প্রশাসনিক কারণে কম্পালসারি ছুটিতে পাঠানোয় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের ধারণা গাছ চুরি কান্ডে বিএমওএইচ- এর প্রত্যক্ষ যোগ সূত্র খুঁজে পাওয়াতেই নাকি তাকে কম্পালসারি ছুটিতে পাঠানো হয়েছে।
হাসপাতাল চত্বরে থাকা বিভিন্ন সম্পত্তি বিএমওএইচ- এর অধীনস্থ। স্বাভাবিকভাবে গাছ চুরির ঘটনার কোপ পড়েছে খোদ বিএমওএইচ- এর ঘাড়েই। বিএমওএইচকে কম্পালসারি ছুটিতে পাঠানোর কথা স্বীকার করে নিলেও তার কারণ নিয়ে সুস্পষ্ট কিছু জানাতে চায়নি স্বাস্থ্য দফতর। এদিকে হাসপাতাল চত্বর থেকে গাছ চুরির ঘটনায় সোচ্চার এলাকার বাসিন্দারা।