Bhagwanpur, Health Center, বেহাল দশা ছাতনার ভগবানপুর স্বাস্থ্য কেন্দ্রের, ক্ষোভ এলাকাজুড়ে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি: বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, পরিষেবা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই স্বাস্থ্য কেন্দ্রের ইনডোর পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের বেশিরভাগ অংশ ভরে উঠেছে ঘন ঝোপঝাড়ে। ছাদের চাঙড় খসে পড়ছে। বেহাল অবস্থা হয়ে পড়েছে স্বাস্থ্য কেন্দ্রের প্রায় সর্বত্র। ডাক্তার দেখাতে আসা আঁচুড়ির সত্য গড়াই ও ছাতনার নবগোপাল সেন জানান যে, স্বাস্থ্য পরিষেবার হাল কতটা বেহাল তার অন্যতম উদাহরণ ছাতনা ব্লকের ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভর বাঁকুড়া এক নম্বর, ছাতনা ও ইন্দপুর ব্লকের বাসিন্দারা। অথচ এলাকার মানুষ ভাল চিকিৎসা পাবে এই আশায় স্থানীয় বাসিন্দাদের দান করা বিশাল জমির ওপর গড়ে উঠেছে এই স্বাস্থ্য কেন্দ্র। তাদের বক্তব্য, এখানে চালু ছিল ইনডোর পরিষেবা। ছোটখাটো অস্ত্রোপচারও হতো। হাসপাতাল সংলগ্ন কোয়ার্টারগুলিতে ২৪ ঘন্টা থাকতেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িগুলির অবস্থা বেহাল।কোয়ার্টারগুলির অবস্থাও করুন, ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেছে কোয়ার্টারগুলি। এমনকি চুরি হয়ে গেছে দরজা জানালাও।কোয়ার্টারগুলির ছাদে গজিয়ে উঠেছে বড় বড় গাছ।চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর অভাবে বন্ধ হয়ে গেছে ইনডোর পরিষেবা। বর্তমানে একজন চিকিৎসক দিয়ে কোনওক্রমে চলেছে আউটডোর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবস্থা এমন হয় যে কোনও কোনও দিন কোনও চিকিৎসকই আসেন না স্বাস্থ্য কেন্দ্রে। অগত্যা ২২ কিমি দূরে ছুটতে হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেও কোনও সুফল মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *