Dev, Ghatal, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য বিরোধীদের সহযোগীতার বার্তা দেবের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য বিরোধীদের সহযোগীতার বার্তা দিলেন সাংসদ দেব।

রাজ্যের চলতি বছরের বাজেটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। এই ঘোষণার পর উচ্ছ্বাসিত হয়ে পড়েন ঘাটালের তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যান সংগ্রাম কমিটি। আর এই ঘোষণার পর আজ রবিবার ঘাটালে পা রাখলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেতা দেব।

এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত এই কাজের জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন। এরপর তিনি বলেন, ২০২৪- এর লোকসভা নির্বাচনে যখন পুনরায় দীপক অধিকারী ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল তখনো বিরোধীরা নানাভাবে কটাক্ষ করেছিল। কিন্তু এখন তারা বুঝতে পারছে আমি কিসের জন্য দ্বিতীয়বার সাংসদ হয়েছি। আমার দ্বিতীয়বার সাংসদ হওয়ার মূল লক্ষ্যই ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। দিদি আমাকে কথা দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন।

পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির সময় তাদের সহযোগিতা অত্যন্ত ভাবে জরুরি। কারো জমি এই প্ল্যানের জায়গায় আসলে সরকার উপযুক্ত মূল্য দিয়ে জমি তাদের থেকে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *