আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ মার্চ: পানিহাটি পুরসভার প্রধানের পদ থেকে মলয় রায়ের ইস্তফা নিয়ে সরগরম গোটা পানিহাটি এলাকা। পুরমন্ত্রীর নির্দেশ মতোন ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে ইস্তফা পত্র দিয়েছেন পুরপ্রধান। কিন্তু পুর আইন মেনে ইস্তফাপত্র নিয়ে পুরবোর্ডে সেই প্রস্তাব রাখতে হয়। সেখানে ভোটাভুটির মধ্যে দিয়েই তা পাস করাতে হয়। সেই অনুযায়ী আজ পানিহাটি পুরসভায় মিটিং ডাকা হয়েছিল। সেখানেই ইস্তফাপত্রতে সম্মতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
গোটা বিষয় নিয়ে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, মলয় রায়কে পুলিশি চাপ দিয়ে ইস্তফা দেওয়ানো হয়েছে। ওনার মেরুডন্ড সোজা নেই। তাই উনি নিজের প্রতি অনাস্থা এনে নিজেই ভোটে অংশ নিয়েছেন। ওই সব বিষয়ে বেশি কিছু না বলাই ভালো।