আমাদের ভারত, নদিয়া, ১৮ মার্চ: ফুলিয়ার লালমাঠ এলাকার বাসিন্দা অরূপ বিশ্বাসের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় শোকের আবহ সৃষ্টি করেছে। ২০১২ সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করা অরূপ বিশ্বাস বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন। সোমবার সকালে তার পরিবারকে জানানো হয় অরূপ বিশ্বাসের মৃত্যুর খবর, যার পরেই শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
মঙ্গলবার সকালে সেনাবাহিনী তার মৃতদেহ লালমাঠে নিয়ে আসলে গ্রামবাসীরা চোখের জলে শেষ বিদায় জানায়। সেই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত ছিল।