আমাদের ভারত, ১৮ মার্চ: “মুসলমানদের বেশিরভাগের মধ্যে যে অন্য ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা আছে এবং হিন্দুর সম্পত্তি ও মেয়েদের উপর লোভ আছে তার জন্য হিন্দুদের চৌদ্দপুরুষের দেশ ছাড়তে হয়েছিল।”
মঙ্গলবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। রুকুনুদ্দিন আহমেদ নামে এক ব্যক্তির মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন।
তথাগতবাবু লিখেছেন, ১. অজ্ঞাতপরিচয় ব্যক্তি আবু কাহালকে মেরে ফেলেছে আর হাফিজ সাঈদকে ভালরকম জখম করেছে। এতে বাঙালি মুসলমানেরা এত হাউ হাউ করছে কেন?
২. এক কোটির উপর পূর্ববাংলার হিন্দুর সকলের আমার মত মানসিকতা, তাই তাদের উদ্বাস্তু হতে হয়েছিল? হাসালেন, মিঞা! তা নয়,
৩. আমার উপর আপনার শ্রদ্ধা ছিল, ছুটে গেছে, নিশ্চয়ই খারাপ খবর। তবে এতে আমার এক মিনিটের জন্যও ঘুম নষ্ট হবে, এমন কথা বলতে পারছি না।”
এর আগে তথাগতবাবুকে জনৈক রুকুনুদ্দিন আহমেদ লিখেছেন, “একজন উচ্চশিক্ষিত মানুষ হিসাবে আপনাকে শ্রদ্ধা করতাম। কিন্তু দিন দিন আপনি যে নিম্ন রুচির সাম্প্রদায়িকতার পরিচয় দিচ্ছেন, তাতে মনে হচ্ছে আসলে এটাই আপনার আসল রূপ। পূর্বেরগুলো অভিনয়। আর সম্ভবত এই মানসিকতার জন্য, আপনাদের মত লোকদের উদ্বাস্তু হতে হয়েছিল।” তার প্রতিক্রিয়ায় তথাগতবাবুর ওই জবাব।