আমাদের ভারত, আরামবাগ ১ মার্চ: লোকসভা নির্বাচনের আগে প্রথম বাংলায় সফরে এলেন মোদী। আজ আরামবাগে জনসভা করেন মোদী। আগেই বলেছিলেন খোলা মাঠে অনেক কিছু বলবেন। ফলে সেই মতো আজকের বক্তব্য শুরুই করেলেন বাংলা দিয়ে। ঝরঝরে বাংলায় বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানালেন প্রধানমন্ত্রী এবং প্রত্যাশা মতোই সন্দেশখালি নিয়ে সুর চড়ালের মোদী। তোপ ডাকলেন রাজ্য সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন রাজ্যে এসে সন্দেশখালি নিয়ে সুর চড়াতে পারেন প্রধানমন্ত্রী। বাস্তবেও তার অন্যথা হলো না। সন্দেশখালি নিয়ে মোদী বলেন, বাংলার পরিস্থিতি গোটা দেশ দেখছে। মা মাটি মানুষের কথা বলা টিএমসি সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে তা দেখে গোটা দেশ দুঃখিত, ক্ষুব্ধ। আমি বলতে পারি, রাজা রামমোহন রায়ের আত্মা যেখানেই থাকুক এদের কার্যকলাপে দুঃখ পাবে।
তিনি আরো বলেন, যখন সন্দেশখালির বোনেরা নিজেদের জন্য আওয়াজ তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চান, তখন তার বদলে তারা কী পান? তৃণমূল নেতাকে বাঁচাতে সমস্ত শক্তি প্রয়োগ করে রাজ্য। বিজেপি সন্দেশখালির মা বোনেদের সম্মানের জন্য লাগাতার লড়াই করছে। বিজেপির চাপে মানুষের ক্ষমতার সামনে ঝুঁকতে বাধ্য হয়েছে বাংলার পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ।
এরপরই প্রশ্ন করেন মোদী? এই তৃণমূলকে ভোট দেবেন? সমস্ত আঘাতের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আর্জি জানান মোদী।
সন্দেশখালি প্রসঙ্গ তুলে কার্যত লোকসভা ভোটের আবেগকে তুঙ্গে তুলে দিলেন মোদী। এখন ব্রিগেড থেকে তার কী জবাব দেয় তৃণমূল সেটাই দেখার।
আজ ৭০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধনের কথা জানান প্রধানমন্ত্রী। চন্দ্র অভিযান ৩-এর সাফল্যের কথা শোনা গেছে তাঁর গলায়। একই সঙ্গে রামমন্দির উদ্বোধনের প্রসঙ্গ উত্থাপন করেছেন তিনি।