আমাদের ভারত, জলপাইগুড়ি, ১ মার্চ: বেতন বৃদ্ধি সহ মোট দশ দফা দাবি তুলে আন্দোলনে নামলো জলপাইগুড়ি’র পশ্চিমবঙ্গ চিক্তিভিত্তিক শিক্ষক-প্রশিক্ষণ ও শিক্ষাকর্মী যৌথ মঞ্চ। শুক্রবার জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ দেখালেন যৌথ মঞ্চের সদস্য-সদস্যারা। এরপর সভাধিপতির মাধ্যমে রাজ্য সরকারকে দাবিপত্র তুলে ধরে স্মারকলিপি দিলেন যৌথ মঞ্চ।
দাবিগুলির মধ্যে রয়েছে এসএসকে ও এমএসকে যথাক্রমে প্রাথমিক পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদনের দাবি তোলা হয়। এছাড়া এসএসকে ও এমএসকে স্কুলে শিক্ষক নিয়োগ, শিক্ষক শিক্ষিকাদের অবসরের সময় এক কালীন দশ লক্ষ টাকা ও পেনশন দেওয়ার দাবি তোলা হয়। ইপিএস চালু করা, সার্ভিস বুক চালু সহ মোট দশ দফা দাবি তুলে ধরলেন আন্দোলনকারীরা।
ইতিমধ্যে রাজ্য সরকারের বাজেট হয়ে গিয়েছে। সেখানে চুক্তি ভিত্তিক গ্রুপ সি ও ডি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সেখানে এসএসকে ও এমএসকে শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করা হয়নি, এর প্রতিবাদ জানালেন সকলে।
আন্দোলনকারীদের তরফে মানষ ভট্টাচার্য বলেন, “আমরা চাই আমাদের নূন্যতম বেতন ২৫ হাজার টাকা করা হোক। আজ দ্রব্যমূল্যের বাজারে এত কম টাকায় তো সংসার চলবে না।এদিকে আমদের বেশিরভাগ শিক্ষক শিক্ষিকার অবসরের সময় হয়েছে, কিন্তু কোনো ভাতা ও পেনশন নেই আমাদের। ২০০৯ সালের পর থেকে নতুন কোনো নিয়োগ হয়নি। অন্যদিকে স্কুল গুলিকে উন্নত করার দাবি তুলে ধরা হয়েছে। সব দাবি জেলা পরিষদের সভাধিপতিকে তুলে দেওয়া হয়।