Akhil Giri, TMC, বিতর্কিত মন্তব্য! ‘ড্যাং দিয়ে পেটাবে’ তাজপুর সৈকতে বন দফতরের মহিলা আধিকারীকের সঙ্গে বিতন্ডায় জড়ালেন মন্ত্রী অখিল গিরি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: তাজপুর সৈকতে বন দফতরের মহিলা আধিকারীকের সঙ্গে বিতন্ডায় জড়ালেন মন্ত্রী অখিল গিরি।
রামনগর বন দফতরের মহিলা আধিকারীককে প্রকাশ্যে ‘ড্যাং দিয়ে পেটাবে’ বলে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী। কন্টাই ফরেস্ট রেঞ্জের মহিলা আধিকারীককে ‘বেয়াদপ, সরকারের চাকর’ বলেও কটাক্ষ করে রামনগরের তৃণমূল বিধায়ক।

শনিবার তাজপুর সৈকতে বন দফতরের জায়গায় হকার উচ্ছেদ ঘিরে ওই মহিলা আধিকারীকের সঙ্গে বিতন্ডায় জড়ান তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও অখিল গিরির যুক্তি, ‘ভারি বৃষ্টিপাতের মধ্যেই অমানবিক ভাবে ব্যবসায়ীদের মাথার ছাউনি ভেঙ্গে দিয়েছেন ওই আধিকারীক। তারই প্রতিবাদে এলাকাবাসীরা চরম ক্ষুব্ধ ছিলেন। এই নিয়েই ওই আধিকারীকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে এই নিয়ে অযথা জলঘোলা করা ঠিক নয়” বলেই অখিলবাবুর দাবি।

অখিল গিরির অভিযোগ, গত কয়েকদিনে সমুদ্র ভাঙ্গনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাজপুরের সমুদ্র সৈকতের পাশে থাকা প্রায় ২৫টি দোকান। সেই দোকানগুলিকেই কিছুটা পিছিয়ে বসতে বলা হয়েছিল। সেই সঙ্গে সমুদ্র পাড় বাঁধানোর কাজে সহযোগিতা করতেও ওই ব্যবসায়ীরা সরে যান। পেছনেই ফরেস্টের জায়গায় ওই অস্থায়ী দোকানগুলি বাঁধে। সেই খবর পেয়েই কন্টাইয় ফরেস্টের রেঞ্জার মণিষা সাউ দলবল নিয়ে ভারি বৃষ্টিপাতের মাঝে গভীর রাতে ওই দোকানগুলিকে করাত দিয়ে কেটে নষ্ট করে দেয়। এর জেরে স্থানীয়রা ব্যাপক সমস্যায় পড়েন। এই ঘটনার খবর পেয়েই শনিবার বেলার দিকে এলাকায় যান অখিল গিরি। সেখানকার মহিলা ফরেস্ট রেঞ্জারের উদ্দেশ্যে অখিল গিরির মন্তব্য, “আপনি কতবড় অফিসার আমি দেখে নেব। আপনি যেখানে ডিউটি করছেন সেখান থেকে আপনাকে তুলে দেব”। ক্ষুব্ধ অখিল গিরি ওই মহিলা আধিকারীককে ধমক দিয়ে বলেন, “রাত ১১টায় কেন এসে দোকান ভেঙ্গেছেন। আপনাকে কে নাইট ডিউটি করতে বলেছে?” এরপরেই অখিলবাবুর উক্তি, “ফরেস্ট অফিসারের কী দুর্নীতি আমি জানি। আপনাদের বিরুদ্ধে মানুষের কী অভিযোগ আছে সব বিধানসভায় আমি ফাঁস করে দেব”।

অখিল গিরির মতে, “আপনি এখানে থাকবেন না। ওরা সারা জীবন এখানে থাকবে। আপনি কারও কথা শুনতে চান না। এতবড় ক্ষমতা আপনি কোথা থেকে পেয়েছেন”। বিতন্ডার মাঝেই অখিলবাবুর উক্তি, “আপনি যদি এরপর এই জায়গায় আসেন তাহলে আপনি এখান থেকে ফিরে যেতে পারবেন না। একজন বেয়াদপ রেঞ্জার। আপনি সরকারের চাকর। মাথা নীচু করে কথা বলবেন। আপনি একদম বেয়াদপি করবেন না। আপনাকে যখন সবাই ডাং দিয়ে পেটাবে তখন দেখবেন”। এইভাবেই বেশ কিছু সময় চরম বিতন্ডার পর দোকানদারদের ওই এলাকায় অস্থায়ী ছাউনি বানানোর জায়গা দেখিয়ে দিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান অখিল গিরি।

পরে নিজের বক্তব্যের সমর্থনে অখিল গিরি জানান, “আমাদের কন্টাইয়ের ফরেস্ট রেঞ্জারের সঙ্গে সামান্য উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে”। তিনি বলেন, “মেরিন ড্রাইভের পাশে সমুদ্রের ধারে কিছু দোকান ছিল। কিন্তু একটানা প্রাকৃতিক দুর্যোগে সমুদ্র ভাঙ্গনের ফলে প্রায় ২৫টি দোকান জলের তলায় চলে যাওয়ার উপক্রম হয়। তাদের দোকানের পেছনেই ফরেস্টের জায়গা ছিল। সেখানে ফাঁকা জায়গা, মেলা বসে, পর্যটকরা ওখানে এসে বসে। বুধবার রাতে ওরা প্রাণ বাঁচাতে দোকানগুলোকে কিছুটা সরিয়ে নিয়ে যায় ফরেস্টের জায়গাতে। নন্দী বাঁধ সারানোর জন্য বোল্ডার ফেলা চলছিল, সেই কাজে সহযোগিতা করতেই ওরা সরে যায়”।

অখিলের গিরির অভিযোগ, “অঝোরে বৃষ্টিপাত চলাকালীন গভীর রাতে ওই দোকানগুলিকে ফরেস্ট অফিসার কেটে দিয়েছে। আমি আজ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দোকানদারদের বসার জায়গা দেখিয়ে দিয়েছি।”

যদিও এই ঘটনার বিষয়ে ফরেস্ট অফিসার মণিষা সাউ কোন মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *