Migrant worker, body returned, মালেশিয়ায় কাজে গিয়ে প্রাণ গেল পরিযায়ীর শ্রমিকের, ঘরে ফিরল কফিনবন্দি দেহ

সুশান্ত ঘোষ, আমারদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ মার্চ: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের বনগাঁর শ্রমিকের মৃত্যু। এবার মালেশিয়ায় প্রাণ গেল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ট্যাংরা গ্রাম এলাকার বাসিন্দা কৃষ্ণপদ হালদারের (৪৫)। তিনি দীর্ঘদিন ধরে মালেশিয়ার পাম বাগানের কাজ করতেন। রাজ্যে কোনো কাজ নেই, ধার দেনা শোধ করতে ভিন রাজ্যে কাজে গিয়েছিল কৃষ্ণপদ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সুখের আশায় দু’ পয়সা বেশি রোজগারের জন্য বিদেশে পাড়ি দিয়েছিল বনগাঁর ছেলে কৃষ্ণপদ হালদার। বিদেশে পাড়ি দেওয়ার প্রায় দেড় মাসের মাথায় ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। মালয়েশিয়ার পাম বাগানে কর্মরত ছিল কৃষ্ণপদ। চলতি মাসের ২২ তারিখে হঠাৎই বাড়িতে ফোন আসে কৃষ্ণপদর বুকে ব্যাথা উঠে অসুস্থ হয়ে পড়েছে। তড়িঘড়ি তাকে তার সহকর্মীরা হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। তারপরেই বাড়িতে খবর আসে বিদেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কৃষ্ণপদ।

পরিবারের অভিযোগ, এই রাজ্যে তেমন কোনো কাজ ছিল না তার। স্বপ্ন ছিল বিদেশে পাড়ি দিয়ে মোটা টাকা রোজগার করে দুই ছেলের পড়াশোনার পাশাপাশি একটি ঘর তৈরী করে পরিবারের মুখে হাসি ফোটাবে। তাই ধার করে মালোশিয়ার পাম বাগানে কাজে গিয়েছিল সে। কিন্তু হঠাৎই আকাশ ভেঙে পড়ল এই পরিবারে উপর। প্রায় ৮ দিন পরে আজ রবিবার মালয়েশিয়া থেকে কৃষ্ণপদর কফিন বন্ধি দেহ ফিরল মায়ের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *