BJP, Arup Kanti Digar, Chandrakona, সাংসদ হলে মানুষের সমস্যার দ্রুত সমাধান করবেন, চন্দ্রকোনায় প্রচারে এসে প্রতিশ্রুতি বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার নির্বাচনী প্রচারে চন্দ্রকোনার ক্ষীরপাইতে মানুষের সমস্যা নিয়ে সরব হন। যদি তিনি সাংসদ হন সমস্যাগুলি দ্রুত সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

জেতার ব্যাপারে তিনি একশোভাগ আশাবাদী। এই বিষয়ে তিনি মোদী সরকারের সুশাসনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মানুষ জানে মোদী ছাড়া দেশে সুশাসন সম্ভব নয়।

তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার এবারে টিকিট পাননি। টিকিট না পাওয়ায় তিনি বিক্ষুব্ধ বলে খবর। এই বিষয়ে বিজেপি প্রার্থী অরূপবাবুর দাবি, তিনি কাজ করেননি বলেই টিকিট পাননি। নির্বাচনী প্রচারে বেরিয়ে অরূপবাবু বলেন, মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন তিনি। যে জায়গা থেকে প্রচার শুরু করলেন সেখানে কোনো কলেজ নেই। তিনি সাংসদ হলে কলেজ তৈরীর প্রতিশ্রুতি দেন। ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে আরামবাগকে অন্তর্ভুক্ত করা হয়নি।

এ বিষয়ে মানুষের ক্ষোভকে তিনি সমর্থন করেন।
অরূপবাবু বলেন, জিতলে ওই এলাকার গোঘাট খানাকুলসহ যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন। এছাড়াও স্বাস্থ্য পরিসেবার উন্নতি করা হবে বলে তিনি বলেন। বিগত বছরগুলিতে আরামবাগ লোকসভা কেন্দ্রে কোনো কাজ হয়নি বলেও তিনি দাবি করেন। বিজেপি জেতার পরে মানুষ প্রকৃত সুশাসন এবং উন্নয়ন দেখবেন বলে তাঁর মন্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *