আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ জানুয়ারি : সম্প্রতি ওয়েব সিরিজে মুক্তি পেয়েছে তাণ্ডব। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সাইফ আলী খান। ওই ওয়েব সিরিজের মাধ্যমে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে, এই অভিযোগ তুলে শুক্রবার কামারহাটি হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কামারহাটিতে তাণ্ডব ওয়েব সিরিজ বয়কটের দাবি জানানো হয়। এদিন কামারহাটি বিটি রোডে এই ইস্যুতে বিক্ষোভ দেখান হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।
তারা রাস্তায় সাইফ আলী খানের কুশ পুতুল দাহ করে। পরে বেলঘরিয়া থানার পুলিশ এসে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভকারী সদস্যদের হঠিয়ে দেয়। হিন্দু জাগরণ মঞ্চের নেতা গোবিন্দ ঝাঁ বলেন, “এই ওয়েব সিরিজে হিন্দু দেব দেবীদের সম্পর্কে কুরুচিকর অশ্লীল মন্তব্য করা হয়েছে, ভারতে এসব চলবে না। এই ওয়েব সিরিজ অবিলম্বে বন্ধ করতে হবে। এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটলে আমরা নতুন করে আসল তাণ্ডব সিনেমা তৈরি করব। সাইফ আলী খানরা কি ভেবেছে? হিন্দু দেব দেবীদের সম্পর্কে যা খুশি বললে ওদের ছেড়ে দেওয়া হবে? ওরা ভুল করছে। আমাদের আন্দোলন আগামীদিনে আরো বৃহত্তর হবে।”